ডিআরইউ'তে করোনার নমুনা বুথ স্থাপন
- স্বাস্থ্য পরিবেশ - জনস্বাস্থ্য
- ১০ মে ২০২০ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ৩৩৪৩২
ঢাকা, ৯ মে ২০২০, শনিবার: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন পরীক্ষার লক্ষ্যে নমুনা (স্যাম্পল) সংগ্রহের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি বুথ স্থাপন করা হয়েছে।
ডিআরইউর উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় স্থাপিত এই বুথে নমুনা সংগ্রহের কাজ আগামী সোমবার থেকে শুরু হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ বলা হয়, "এ বুথে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নাম এন্ট্রি করে করোনা সংক্রমন পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন। এখানে প্রতিদিন ৪০ জনের নমুনা সংগ্রহ করা যাবে। সপ্তাহে ৫-৬দিন সকাল ৯ টা থেকে বিকেল ৩টা... পর্যন্তএ কার্যক্রম চলবে।"
যাদের করোনা উপসর্গ যেমন-জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা ও শাসকষ্ট রয়েছে তারা নমুনা দিতে পারবেন। রেজিস্ট্রেশনে সদস্যের নাম ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে।
ডিআরইউ ও ক্রাবের যেসব সদস্য তাদের বা পরিবারের সদসদ্যদের নমুনা দিতে ইচ্ছুক তাদের অবিলম্বে নিন্মে উল্লেখিত কর্মকর্তা ও সদস্যদের সাথে যোগাযোগ করে নাম এন্ট্রি করার জন্য অনুরোধ করা হয়।
যাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তারা হলেন: খালিদ সাইফুল্লহ - ০১৭১৭-৮১৩০১২, কামরুজ্জামান বাবলু - ০১৮১৮-০০৪৭৬৮, শহিদুল ইসলাম রাজী - ০১৯১৩-১৫৩৯৩৯, মাইনুল হাসান সোহেল - ০১৭১৯-০১৪৪৩১
মন্তব্য